রংপুরের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, উপজেলা সদরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি ও দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উৎযাপিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগি সংগঠগনের নেতা-কর্মীরা স্বতর্স্ফুত অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আকতার শিখা, আ.লীগ জাতীয় পরিষদের সদস্য খলিলুর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, রামনাথপুরের মোফাজ্জল হোসেন বাদল, যুবলীগের ফিরোজ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ আল মামুন কাওসার রতন, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর প্রমুখ বক্তব্য রাখেন।