বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সোনারগাঁয়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে, দলীয় নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া-চৌরাস্থা এলাকায় একটি র্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক আশরাফুজ্জামান, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণত সম্পাদক মোহাম্মদ আলী হায়দারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম ও তার কর্মী সমর্থকরা সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।