জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের আয়োজনে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দেশ মাতৃকার টানে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতসহ অন্যান্যরা।