ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের লাশ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। রোববার বিকাল ২টা ৩০ মিনিটে রক্তাক্ত অবস্থায় ওই মৃতদেহটি রেখে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন কে বা কাহারা লাশটি রেখে গেছে আমরা বলতে পারছি না। হাসপাতাল, পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ বিকাল আড়াইটার দিকে সিএনজি চালিত অটোরিকশায় করে রক্তাক্ত অবস্থায় একজন বৃদ্ধ লোককে নিয়ে দুইজন ব্যক্তি সরাইল হাসপাতালে আসেন। তারা ওই বৃদ্ধকে হাসপাতালে রেখেই লোকজন কিছু বুঝার আগেই দ্রত সটকে পড়েন। পরে চিকিৎসক ও উপস্থিত লোকজন কাছে গিয়ে দেখেন বৃদ্ধ ব্যক্তিটি মৃত। তবে এই রিপোর্ট লেখা পযর্ন্ত লাশের নাম পরিচয় মিলেনি। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ঘন্টা পেরিয়ে গেলেও এখনো লাশটি বেওয়ারিশ। পুলিশ হাসপাতালে এসেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশের শাররীক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় কোথাও গুরুতর আহত হয়ে থাকতে পারেন। পরে হয়ত লোকজন বা দূর্ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা হাসপাতালে নিয়ে আসছেন। পথিমধ্যে মৃত্যু হওয়ায় ভয়ে লাশ ফেলে পালিয়েছে।