নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন শহরের তুলশীরাম সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অনেকে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। শহরের স্মৃতি সৌধে করা হয় বৃক্ষরোপন। এদিকে সকালে সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুস সবুর আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সারাদিন দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাসন প্রচার করা হয়। কেক কেটে অত্যন্ত জাকজমকভাবে পালন করা হয় প্রতিষ্ঠাবার্যিকী। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তব্য বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা সরকার কবির উদ্দীন ইউনুস, ইলিয়াস হোসেনসহ অনেকে।