প্রতারণার মামলায় জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদারকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী।
রোববার দুপুরে আদালত সূত্রে জানা গেছে, নগরীর সদর রোডে ডাক্তার সৈয়দ ইমান আলী টাওয়ারের তৃতীয় তলার আপন মাইক্রোল্যাব মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে প্রচুর লাভবান হওয়ার প্রলোভন দেখায় বাদি কানন কর্মকারকে। আসামিদের প্রলোভনে পরে বাদির কাছ থেকে তিনটি শেয়ার বাবদ ৩৬ লাখ টাকা নেওয়া হয়। কিছুদিন পরে বাদি দেখতে পায় আসামিরা ব্যবসা প্রতিষ্ঠান তার সঠিক সময়ের মধ্যে হিসেব নিকেশ দিচ্ছেন না, সভা হচ্ছেনা এবং তাদের আচরণে সন্দেহ হলে খোঁজখবর নিয়ে জানতে পারেন আসামিরা বাদির টাকা আত্মসাৎ করেছেন। বাদি তার অর্থ ফেরত চাইলে আসামিরা ১৫ লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে নানা তালবাহানা শুরু করেন। উপায়অন্তুর না পেয়ে ২০২৪ সালের ২৩ জানুয়ারি বাদি কানন কর্মকার কোতোয়ালি মডেল থানায় দুলাল চন্দ্র মজুমদারসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।
পিবিআই বরিশাল জেলার পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবির মামলাটি তদন্ত করে গত ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে জানা গেছে, আসামি দুলাল চন্দ্র মজুমদার, বিবেকানন্দ বৈদ্য, পলাশ কুমার হালদার, উজ্জ্বল কুমার দে, নিমাই চন্দ্র রায়, সমর রঞ্জন দর্জি ও জগন্নাথ দত্ত বাদির ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আদালত সূত্রে আরও জানা গেছে, ওই মামলায় গত ২০ জুন শেষ কার্যদিবসে আসামি দুলাল চন্দ্র মজুমদার আদালতে জামিনের জন্য আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।