বাগেরহাটে উৎসব ও উচ্ছাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে রোববার (২৩ জুন) সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খান আবুবক্কর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজসহদলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অপরদিগে সকালে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালীতে প্রধান অথিতি হিসেবে নেতুত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ। অন্যান্যের মধ্যে র্যালীতে উপস্থিত ছিলেন,নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যন মো. শফিকুর রহমান লাল, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জান হাওলাদারসহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্ত।
র্যালী শেষে পৌরপার্কে আলোচনা ও সাংস্কুতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সাবেক এমপি এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সঞ্চলনায় প্রধান অথিতির বক্তৃতা করেন, স্থানীয় সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার প্রমূখ।সভাশেষে বেতার ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।