নানা আয়োজনের মধ্য দিয়ে চাটমোহরে আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৩ জুন) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলালসহ দলের নেতা-কর্মী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মির্জার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা সাহেব আলী মাস্টার, নবীর উদ্দিন মাস্টার, মোঃ শাহ আলম প্রামানিক প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।