চাটমোহরসহ চলনবিল অঞ্চলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। অসাধু মৎস্যজীবীরা ওই মাছ নিধনে মেতে উঠেছে।
ইতোমধ্যে চলনবিলে নতুন পানি প্রবেশ করেছে। চলতি মৌসুমে বর্ষার পানির সাথে চলনবিলে প্রচুর পরিমাণে বান, চিংড়ি, বেলে, বোয়াল, টেংরা, পাবদা এবং রায়েকসহ বিভিন্ন প্রজাতির মা এবং পোনা মাছ আসছে। আর এ সুযোগে এলাকার কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ওই মাছ অবাধে নিধন করছে। এলাকাবাসী জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী বিলপাড়ে অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নিয়েছেন। আর সেখান থেকে তারা দিনে এবং রাতে অবাধে চায়না দুয়ারি জাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করছে। এসকল ডিমওয়ালা মা মাছ এ অঞ্চলের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। চাটমোহর, ভাঙ্গুড়া, সিংড়া, গুরুদাসপুর সহ চলনবিল অঞ্চলের হাট-বাজারে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দেদারছে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন বলেন, মা ও পোনা মাছ সংরক্ষণে ইতোমধ্যে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এরসাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।