ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের নিয়ে তাকওয়াপূর্ণ ও প্রোডাক্টিভ জীবন গঠনের লক্ষ্যে দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৮টায় উপজেলার দিঘীরপাড় খানকায়ে মাদানিয়ার উদ্যোগে হলরুমে এই দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খানকায়ে মাদানিয়া হলরুম। খানকায়ে মাদানিয়ায় মুতাওয়াল্লি শায়খ মুফতি আনোয়ার মাহমুদের সভাপতিত্বে ও মাওলানা আসআদ মাহমুদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাওয়াহ সেমিনার শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথি আলোচকদের মধ্যে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ: অধ্যাপক মোহাম্মদ সালেক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন ও গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক ও দুগাছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সালমানী। এছাড়াও সেমিনারে আলোচনা অংশ নেন, ঢাকার দক্ষিণখান দারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি বায়জিদ মাহমুদ, হালিমাবাদ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল কুদ্দুস ও শাঁখচূড়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশরাফুল আলম প্রমুখ। সেমিনারে আলোচকরা বলেন, প্রত্যেককে তার জীবনের লক্ষ্য স্থির করতে হবে। সেই লক্ষ্যের পাশাপাশি যে বিষয়টি মাথায় রাখতে হবে, একজন ভাল মুসলিম কিভাবে হওয়া যায়, সে চিন্তা করা। জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য একজন খাঁটি আলেমের সাহচর্য অবশ্যই গ্রহণ করতে হবে। নামাজের প্রতি সবিশেষ যতœবান হওয়া। দ্বীনি কোনো বিষয়ে জানার জন্য হুট করে, ওয়েবসাইট, গুগলের দ্বারস্থ না হওয়া উচিত। একান্ত যদি দেখতে হয়, তবে ঐ ওয়েব সাইটটির কাদের দ্বারা পরিচালিত হয়, তা যাচাই করে দেখতে বলেন। যুব সমাজকে মাদক, জুয়ার মতো ক্ষতিকর জিনিস গ্রাস করে ফেলেছে। এ জাতীয় গর্হিত কর্মকা- থেকে কিভাবে নিজেকে এবং আরেকজনকে বিরত রাখা যায়। যুবকদের নৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে সাহসী ভূমিকা রাখার জন্য ঐতিহাসিক আসহাবে কাহফের ৭ যুবকের ঘটনাটির বিশদ আলোচনা করা হয়।