বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার ২৩ জুন, ২০২৪ খ্রিঃ তারিখে জনসমাবেশ, র্যালী, কেককাটা উদযাপন, আলোচনা ও দোয়া মাহফিল সহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচির আয়োজন করে। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা শাখা দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরালে পৃথকভাবে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নাঈম পাটওয়ারী দুলালসহ নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী ও আপুর পৌরসভার মেয়র রহমান জুয়েনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। বিকালে হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে জনসমাবেশে শেষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন র্যালির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নাঈম পাটওয়ারী দুলাল।
জেলার কর্মসূচির মধ্যে ছিল, ২৩ই জুন সকাল ৭.৩০ মিঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। বিকাল ৩ টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল জনসভা। বিকাল ৩.৩০ মিনিটে চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী। বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান।