রোববার সকাল ১১ টায় কাহারোল এপি অফিস কাহারোল যুব ও শিশু ফোরাম কাহারোলের আয়োজনে কাহারোল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় “বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয়” বিষয়ক গোল টেবিল বৈঠকে স্থানীয় সাংবাদিকবৃন্দ যুব ও শিশু ফোরামের সদস্যদের নিয়ে বাল্য বিবাহের কারণ ও আমাদের করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস। বক্তব্য রাখেন, এপি প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, এপি প্রোগ্রাম অফিসার বাপ্পী জয়ধর, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও দিলীপ বিশ্বাস প্রোগ্রাম অফিসার, কাহারোল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস। আলোচনা সভায় বাল্য বিবাহের উপর গুরুত্ব প্রদান করে এক উন্মুক্ত আলোচনা করা হয় কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়।