বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙ্গালীজাতির গৌরব ও অহংকারের দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে ২৩ জুন রোববার।
সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
সভা শেষে দলীয় কার্যালয় সমুখ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। ওই মিছিলে ছিলেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন সহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।