মাগুরায় হাতি, ঘোড়া, মহিষ এবং বাদ্যযন্ত্র নিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য রেলি। র্যালিটি শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলিতে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। রেলির শেষে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাগুরা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, সৈয়দ শরিফুল ইসলাম, মুন্সি রেজাউল হক, আবু নাছির বাবলু, এনামুল হক হীরক, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাসরুর রেজা।