 
		
	পিরোজপুরের কাউখালী উপজেলা পরিসংখ্যান অফিসে জনবল সংকট থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী জনগণ।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, পরিসংখ্যার কার্যালয়ে মোট পাঁচটি পদের মধ্যে ৪ টি পদের জনবল দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। চারটি শূন্য পদের মধ্যে রয়েছে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা,  অফিস সহকারি দুটি ও একটি চেইনম্যানের পদ খালি রয়েছে। বর্তমানে পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান একাই পাঁচটি পদের দায়িত্ব পালন করছেন।
অফিস খোলা, অফিসে ঝাড়ু দেওয়া, অফিসিয়াল কার্যকলাপ করা, অফিসে তালা বদ্ধ করা সহ যাবতীয় কাজ একাই করে থাকেন পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান। এদিকে জনবল সংকট থাকার কারণে ডাটা কালেকশন করতে বিঘ্ন ঘটছে, জনবল সংকট থাকার কারণে শুমারী জরিপ পরিচালনা সহ প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। রুটিন মাপে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। জনগণ বিভিন্ন তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। সেবা নিতে এসে জনগণ অফিস এসে দেখে তালাবদ্ধ, তখন বাধ্য হয়ে তারা সেবা না পেয়ে আবার বাড়িতে ফিরে যায়। ভুক্তভোগী মোঃ মাসুম বিল্লাহ বলেন, আমি পরপর দুইদিন যেয়ে অফিস তালাবদ্ধ দেখে সেবা না পেয়ে বাড়িতে ফিরে গেছি।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান বলেন, আমি উপজেলা পরিষদে বিভিন্ন মিটিং, জেলার মিটিংসহ মাঠ পর্যায় যখন যাই তখন বাধ্য হয়ে অফিসে তালা মেরে যায়। ওই সময় কোন জনগণ আসলে আমাদের অফিস তালাবদ্ধ দেখতে পায়, এখানে আমার করার কিছুই নাই। এ ব্যাপারে জেলা  অফিসে অবগত করেছি। আমি সাধ্যমত সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি।
পিরোজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপণ্ডপরিচালক মোঃ আবদুর রাজ্জাক বলেন, জনবল সংকট সম্পর্কে আমরা অবগত আছি। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম শুরু হলে আশা করি কিছুদিনের মধ্যে শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে।