রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় আনারুল ইসলাম(৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২জুন) দুপুর আড়াই টায় (বাঘা- চারঘাট) মহা সড়কে উপজেলার ছাতারি এলাকায় পশু হাসপাতালে সামনে মাইক্রোবাসের ধাক্কায় শুরুত্বর আহত হয়।নিহত আনারুল ইসলাম উপজেলা তুলশীপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
আহত অবস্থায় তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে আনারুল ইসলাম মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান আসাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় নোহা মাইক্রোবাস, ঢাকা মেট্টো-চ-১১-৪৪৮৫ আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক পালিয়ে যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত আনারুল ইসলামের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানা একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।