টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া শনিবার (২২জুন) গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপে আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সাপে কাটা রোগীদের জন্য প্রত্যেক উপজেলায় ১০টি করে অ্যান্টিভেনম ডোজ সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও জেলায় ১০০টি ডোজ সংরক্ষিত আছে।প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে। আমরা সতর্ক অবস্থানে আছি।’
তিনি আরো বলেন, ‘শুনেছি সখীপুরে একজনকে সাপে কামড় দেয়। পরে দেরিতে হাসপাতালে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়া টাঙ্গাইলে আর কাউকে সাপে কাঁটার খবর পাইনি।’