মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের উপর আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু'র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন। হামলায় আহত সাংবাদিক আমিনুল ইসলাম শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি।
২২জুন শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আসাদুজ্জামান নবীন,পিংকি রহমান,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর মেহেদী হাসান সুমন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আনোয়ার হোসেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, হামলার ৪দিন অতিবাহিত হয়ে গেলো থানায় অভিযোগ করা হলেও হামলা কারিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও পতিবাদ জানাই সাংবাদিক দের অধিকার আদায়ে আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো যে পর্যন্ত আমরা এর সঠিক বিচার না পাবো ততক্ষন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
উল্লেখ্য যে, গত ১৮ জুন মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সিংপাড়া বাজার নামক স্থানে পূর্ব শত্রুতার জেরে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলামের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
হামলাকরী হিসাবে হাসারগাঁও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র ও আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন বাবু ও মো: জাহিদুল ইসলাম লাভলু এবং নওপাড়া গ্রামের মো: রাসেল মিয়ার নামে এই হামলার অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ভিকটিম আমিনুল ইসলাম নিজ এলাকায় একটি মসজিদের বিশেষ দায়িত্ব পালন করে থাকেন, সোমবার ঈদুল আজহার নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হলে হামলা কারীরা তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে চলে যায়, আমিনুল ইসলাম প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সিমপাড়া বাজারে গেলে আগের থেকে উৎপেতে থাকা জাকির গ্রুপ তার উপর সন্ত্রাসী স্টাইলে হাতে থাকা কাঠের ডাসা ও লাঠি দিয়ে আতর্কিত হামলা চালায়।
এসময় আমিনুল ইসলামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়, পরবর্তীতে স্থানীয় লোকজন আমিনুল ইসলামকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।