চিরিরবন্দরে পিএফজির ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুন শনিবার বেলা ১১ টায় চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের চিরিরবন্দর পিএফজির আয়োজনে ইউএসএআইডি এর সহযোগিতায় ফলোআপ সভায় সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পিএফজি সদস্য মোঃ মাহতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় রংপুর বিভাগীয় জেলা সমন্বয়কারি ফাইয়াজ শরীফ তমাল, রংপুর বিভাগীয় ইয়্যুথ সমন্বয়কারি তারিফ উল ইসলাম তানিন, পিএফজির উপজেলা সমন্বয়কারি মোরশেদ উল আলম, সদস্য নুর আলম সরকার দুলু, অধ্যক্ষ ইউসুফ আলী, সহকারি অধ্যাপক নিখিল রঞ্জন রায়, ওমর ফারুক বাদশা, ওয়াজিদা খাতুন বেবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।