দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের দাম কম হওয়ায় উৎপাদিত ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না কৃষকের। এতে আর্থিক লোকসানে পরার পাশাপাশি পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
শুক্রবার (২১ জুন) সকালে ফুলবাড়ী পৌরশহরের ধানহাটিতে গিয়ে দেখা যায়, প্রকারভেদে বিআর-২৯ জাতের ৭৫ কেজি ওজনের শুকনা ধান প্রতিবস্তা বেচাবিক্রি হয়েছে দুই হাজার থেকে দুই হাজার ৫০ টাকা, হাইব্রিড গোল্ড জাতের মোটা ধান দুই হাজার টাকা, মিনিকেট জাতের দুই হাজার ৩৫০ টাকা দরে। এতে ২৯ জাতের ধানের কেজি পড়েছে ২৭ টাকা ৩৩ পয়সা, হাইব্রিড গোল্ড জাতের ২৬ টাকা ৬০ পয়সা, মিনিকেট ৩১টাকা ৩৩ পয়সা, বাবু কাঁটারী ৩০ টাকা ৬৬ পয়সা।
একইভাবে ৪৪ টাকা কেজি দরে ২৫ কেজি ওজনের ২৯ জাতের প্রতি বস্তা চাল এক হাজার ১০০ টাকা, ৪২ টাকা কেজি দরে প্রতিবস্তা হাইব্রিড গোল্ড জাতের চাল এক হাজার ৫০ টাকা, ৪৮ টাকা ৮০ পয়সা কেজিদরে প্রতিবস্তা মিনিকেট জাতের এক হাজার ৫৩০ টাকা এবং স্থানীয় জাতের মিনিকেট ৫২ টাকা কেজিদরে এক হাজার ৩০০ টাকা বস্তা বেচাবিক্রি হয়েছে।
ধান বিক্রি করতে আসা আনন্দ বাজার এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, ঈদের জন্য বাড়ীর ধান বিক্রি করা জরুরি হয়ে পড়ায় ২৯ জাতের একবস্তা ধান বাজারে বিক্রি করেছেন দুই হাজার টাকা। বাড়ী থেকে ধান আনতে রিকশাভ্যানের ভাড়া দিতে হয়েছে ১০০ টাকা। ধানের দাম কমে যাওয়ায় ধান বিক্রি করে কোনো কিছুই কেনা কাটা করে হিসাব মেলানো যাচ্ছে না। সরকার ধান ৩২ টাকা এবং চাল ৪৪ টাকা কেজি নির্ধারণ করে দিলেও বাজারে ধান বিক্রি করতে হচ্ছে ২৭ টাকা কেজি দরে। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে ৫টাকা কমে। এতে কৃষকরা উৎপাদন খরচও উঠাতে পারছেন না।
উপজেলার বারাইপাড়া গ্রামের কৃষক মোকছেদ আলী বলেন, এবছর ধানের ফলন ভালো হয়েছে। ধান কাঁটার পরপরই হাতে টাকা-পয়সা না থাকায় ধান বিক্রি করতে হয়েছে। কিন্তু বাজারে গিয়ে প্রয়োজনের তাদিয়ে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকা বস্তা (৭৫ কেজি ওজনের) ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। ধানের বাজার এ অবস্থা বজায় থাকলে কৃষকরা তাদের উৎপাদন খরচও তুলতে পারবেন না। আর্থিক লোকসানে পড়ে ঋণ-দেনায় দায়গ্রস্ত হয়ে পড়বেন।
উপজেলার বাসুদেবপুর আদিবাসী সূর্য্যপাড়ার ছুপলু মুর্মু ও মনরাজ মুর্মু দুইভাই। তাদের নিজস্ব জমি না থাকালেও তারা অন্যের চার একর জমি বর্গা নিয়ে বোরো ধান আবাদ করেন। প্রতি একরে বর্গা ধান দেওয়াসহ আবাদ খরচ পড়েছে ৪৬ থেকে ৪৮ হাজার টাকা। তবে প্রতি একরে গড়ে ধান উৎপাদন হয়েছে ৭০ মণ।
ছুপলু মুর্মু ও মনরাজ মুর্মু বলেন, এক বিঘা জমিতে আবাদে চাষে এক হাজার ৮০০ টাকা, সার ছয় হাজার, কীটনাশক ওষুধ তিন হাজার, চারা রোপণ দুই হাজার, নিড়ানী শ্রমিক মজুরি চার হাজার, সেচ দুই হাজার, কাটাই ও মাড়াই চার হাজার খরচ হয়েছে। বিক্রির জন্য বস্তায় ভরে রিকশাভ্যানে হাটে ওঠানোসহ প্রতি বিঘায় খরচ পড়েছে ২৩ থেকে ২৪ হাজার টাকা। এতে প্রতি বিঘায় ধানের ফলন হয়েছে ৩৫ থেকে ৩৬ মণ। এরমধ্যে বর্গা জমির মালিককে প্রতি বিঘায় ১০মণ ধান দিতে হবে। অবশিষ্ট থাকে ২৫ থেকে ২৬ মণ। যেটি বর্তমান বাজারে বিক্রি করলে উৎপাদন খরচ উঠলেও লাভের লাভ কিছুই হবে না। সারা বছর পরিবারের লোকজন নিয়ে কি খেয়ে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তা দুইভাইয়ের।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ বলেন, সরকারিভাবে প্রতি কেজি বোরো ধান ৩২ টাকায় কেনার জন্য ১৫ মে ক্রয় অভিযান শুরু করা হয়েছে। তবে নির্বাচিত কৃষকরাই সরকারিগুদামে ধান বিক্রি করতে পারবেন, তবে তারও একটা নীতিমালা রয়েছে একজন কৃষক সর্বোচ্চ দুই মেট্রিক টন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এ বছর উপজেলায় বোরো ধান আবাদ হয়েছে ১৪ হাজার ২১০ হেক্টর জমিতে। আবাদকৃত জমির ধান কাটতে উপজেলায় শতাধিক কম্বাইন্ড হারস্টোর মেশিন চালু ছিল।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সারাদেশে তো একসঙ্গে ধান পাকে না। সরকারিভাবে কেনার সঙ্গে দামের কতটুকু সম্পর্ক আছে, তা কৃষি বিপণন অধিদপ্তর বলতে পারবে।