হরিবাসর অনুষ্ঠানের আয়োজকদের কাছে চাঁদাদাবি ও মারপিটে দুজনকে আহত করা সহ হুমকি এবং ভয়ভীতি দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের হওয়ার পর বগড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের রফিকুল ইসলাম দুলু ফকিরের ছেলে সন্ত্রাসী জুয়েল (৪২)কে গ্রেপ্তারের পর ২১ জুন শুক্রবার পুলিশ বগুড়া কোর্টে চালান করেছে। ওসি জানায় তার বিরুদ্ধে থানায় নিশমিত মামলা হয়েছ।