ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ায় থাকা কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গাসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। বর্ষা এলেই বৃহত্তর চট্টগ্রামে এরকম পাহাড়ধসের শঙ্কা বেড়ে যায়। পাহাড়ধসের এক বা একাধিক ঘটনা ঘটে। বহু মানুষ প্রাণ হারায়। শুধু বৃহত্তর চট্টগ্রাম নয়, বৃহত্তর সিলেট, বৃহত্তর ময়মনসিংহ, অর্থাৎ যেখানে পাহাড় আছে সেখানেই এমন ধসের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে সিলেটেও অনুরূপ টিলাধসের ঘটনা ঘটেছে। জানা যায়, ২০০০ সালের পর গত ২৪ বছরে পাহাড়ধসে কয়েক শত মানুষের মৃত্যু হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগেও পাহাড়ধসের একাধিক ঘটনা ঘটেছে। সেখানে ক্যাম্পগুলো গড়েই উঠেছে পাহাড় কেটে। পাহাড়গুলোর ওপর গাছপালার অস্তিত্ব নেই বললেই চলে। এতে পাহাড়গুলোর ভঙ্গুরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলে আসছেন যে সেখানে পাহাড়ধসের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাবে। এ ধরনের দুঃখজনক পরিণতি রোধ করতে হলে পাহাড় কেটে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নিতে হবে। কিছু রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়া হলেও এখনো বিপুলসংখ্যক রোহিঙ্গা বিপজ্জনক অবস্থায় পাহাড়ের নিচেই বসবাস করছে। শুধু রোহিঙ্গা শিবির নয়, কক্সবাজারের আরো অনেক এলাকায়ই অতীতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ধসের ঘটনা ঘটছে তিন পার্বত্য জেলাসহ বৃহত্তর চট্টগ্রামের আরো অনেক স্থানেই। খোদ চট্টগ্রাম মহানগরেই ঘটেছে অনেক শোকাবহ ঘটনা। এর আগে চট্টগ্রাম মহানগরীতে বড় দুটি পাহাড়ধসের ঘটনা ঘটে ২০০৭ ও ২০১৭ সালে। ২০০৭ সালে পাহাড়ধসে মারা গিয়েছিল ১২৭ জন। আর ২০১৭ সালের ঘটনায় চার সেনা কর্মকর্তাসহ ১৬৮ জনের অকালমৃত্যু হয়। এর আগে-পরেও অনেক বড় ঘটনা ঘটেছে। প্রতিটি বড় ঘটনার পর এক বা একাধিক তদন্ত বা কারিগরি কমিটি গঠন করা হয়। সেসব কমিটি পাহাড়ধস রোধে অনেক সুপারিশ করে, কিন্তু সেসব সুপারিশের বাস্তবায়ন খুব কমই হয়েছে। কক্সবাজারের ক্ষতিগ্রস্ত পাহাড়গুলোতে এখনো যেসব পরিবার রয়েছে তাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। কারণ সামনের দিনগুলোতে এ ধরনের পরিস্থিতি আরো অনেকবার তৈরি হতে পারে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। আমরা চাই, দেশব্যাপী পাহাড়-টিলায় ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ করা হোক এবং বিভিন্ন সময়ে গঠন করা কমিটিগুলোর সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হোক।