নওগাঁর মহাদেবপুরে ঈদের আগের দিন দুস্থদের জন্য বরাদ্দ করা ১০ কেজি করে চাল বিতরণের সময় দুর্বৃত্তদের হামলায় হবিবর রহমান নামে একজন ইউপি সদস্য ও মোস্তাকিন রহমান নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আবদুল জলিল, এনামুল হক রঞ্জুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, এবার পবিত্র ঈদ উল আজহা পালন উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এই ইউনিয়নে ২৪ টন ৪০০ কেজি চাল বরাদ্দ করা হয়। এসব চাল বিতরণের জন্য দুই হাজার ৪৪০ জন গরীব পরিবারের সদস্যদের নাম তালিকাভূক্ত করা হয়। ঈদের আগের দিন সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব তালিকাভূক্তদের মধ্যে চাল বিতরণ করা হয়। সকালে একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে আরো ২০ বস্তা চাল তাদেরকে দেওয়ার দাবি জানায়। চাল বিতরণের কাজে নিয়োজিতরা তালিকার বাইরে কোন চাল দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির সূত্রপাত ঘটে। ইউপি চেয়ারম্যান সাথে সাথেই মোবাইলফোনে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তার নির্দেশে মহাদেবপুর থানার এসআই সজিব ঘটনাস্থলে যান। দুপুরে ওই দুর্বৃত্তরা আবার সেখানে উপস্থিত হয়ে পুলিশের উপস্থিতিতেই লাঠি ও লোহার রড নিয়ে চাল বিতরণকারিদের উপর হামলা করে চাল লুটপাটের চেষ্টা চালায়। তাদের মারপিটে কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ইউপি সদস্য হবিবর রহমান ও গ্রাম পুলিশ মোস্তাকিন হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এব্যাপারে হবিবর রহমান বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে ইউপি সদস্যদের কাছ থেকে নগদ টাকা ও মহিলা সদস্যদের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও উল্লেখ করা হয়।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক জানান, ইউপি চেয়ারম্যানদের দেয়অ তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়। তালিকার বাইরে চাল দেয়ার কোন সুযোগ নেই। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ জানান, বিষয়টি থানা পুলিশ ব্যবস্থা নেবে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। তবে সরকারি কাজে বাধা ও গরীবদের জন্য বরাদ্দ করা চাল লুটের চেষ্টার মত এক স্পর্শকাতর ঘটনার কয়েক দিন পার হলেও শুক্রবার পর্যন্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ওই ইউপির সদস্য সদস্যা ও গ্রাম পুলিশরা হতাশা প্রকাশ করেছেন।