লক্ষ্মীপুরের রামগতিতে শিহাব উদ্দিন নামের মসজিদের এক মোয়াজ্জিনকে তার স্ত্রী শাহানাজ বেগমকে (৩০) কুপিয়ে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিার দিবাগত গভীর রাতে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রামের মহসিন হাওলাদার জামে মসজিদের সিঁড়ির নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয়রা সিঁড়ির নিচে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুজনগ্রামে আলী আকবর খাঁর বাড়িতে একটি ভাড়া ঘরে শিহাবের স্ত্রী শাহানাজ বেগমকে (৩০) দা দিয়ে কুপিয়ে হত্যা করে সে পালিয়ে যায়। শিহাব গত ৫ বছর যাবত সুজনগ্রামের ওই বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে মহসিন হাওলাদার জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানায়, ওই দিন সকাল ৯টার দিকে শাহানাজ বাবার বাড়িতে যাওয়া প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শিহাব ঘরে আসলে বাবার বাড়ি যাওয়া নিয়ে স্ত্রী শাহানাজের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই শাহানাজের মৃত্যু হয়। একপর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিহাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। শিহাব প্রাথমিক ভাবে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই বেলাল উদ্দিন বাদি হয়ে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি শিহাবকে আদালতে সোপর্দ করা হয়েছে।