অবৈধ সরকারের অবৈধ নির্বাচন সমর্থনকারী ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (২১ জুন) বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেল লাইনের প্রস্তাবের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু অবৈধ সরকারের অবৈধ নির্বাচন সমর্থনকারী ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। সবকিছু কেড়ে নিয়ে ন্যায্যহিস্যা থেকে বঞ্চিত করছে। যা দেশের মানুষ মেনে নিবে না।
সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দেশের এই অবস্থা বলে মন্তব্য করেন ফারুক। বলেন, ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবে, তা দেশের মানুষ মানবে না। জীবন থাকতে দিল্লির আগ্রাসন মেনে নেবে না জনগণ।
‘ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দু’বেলা পেটভরে খাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। প্রধানমন্ত্রী ভারত থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না।’
এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বলেন, আপনারা ক্ষমতায় টিকে থাকতে কিছুসংখ্যক পু্লশি ও আমলাকে ব্যবহার করে বিরোধীদল দমন করছেন। কিন্তু যখনই তাদের চাকরি শেষ হয়ে যায়, অবসরে যায় তখন তালিকা তুলে ধরছেন। দুর্নীতিবাজ আমলাদের অবসরে গেলে বিচার করবেন, কিন্তু চাকরিরত অবস্থায কেনো নয়?