বিগত সময়ের চেয়ে এবার ঈদে রেকর্ড পরিমাণ পরিবহন উত্তরবঙ্গের দিকে গিয়েছে। ঈদযাত্রার কয়েকদিনের টোল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। ঈদে ঘরমুখো গণপরিবহন সংকটের কারণে মানুষজন ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ফিরতি গরুর ট্রাকে বাড়ি গিয়েছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুতে ঈদযাত্রার কয়েকদিন আগ থেকেই পরিবহনের সংখ্যা বেড়েছিল। এতে এই ঈদে রেকর্ড পরিমাণ টোল আদায়ের হয়েছে।
জানা গেছে, এবার ঈদযাত্রা শুরু হয়েছে গত বৃস্পতিবার (১৩ জুন) হতে। তবে বৃহস্পতিবারের আগ থেকেই মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছিল। ফলে ঈদের ছুটিতে বাড়ি ফেরার যুদ্ধে মহাসড়কে তেমন বেশি ভোগান্তি পোহাতে হয়নি উত্তরবঙ্গের প্রায় ২২ জেলার মানুষের।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার পর হতে রোববার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৩ লাখ হাজার ৯৪২টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ১০০ টাকা। তবে এরআগে গত ৯ জুন রাত ১২টার পর হতে ১২ জুন রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ১০ হাজার ৪২৫ পরিবহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। এরমধ্যে ১৪জুন সেতুর সব্বোর্চ টোল আদায় হয়ে রেকর্ড সৃষ্টি হয়েছিল। এদিন রাত ১২টার পর হতে পরেরদিন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। যা সেতু উদ্বোধনের পর টোল আদায়ে সর্বোচ্চ নতুন রেকর্ড সৃষ্টি করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।
জানা গেছে, এবার ঈদ যাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়কের যানবাহন চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। কিন্তু এসব উদ্যোগ কোন কাজেই লাগেনি। ফলে এই ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহসাসড়কের এলেঙ্গা হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটরা সড়কে মানুষের ভোগান্তি ছিল চরমে। বিশেষ করে রাতে মহাসড়কে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে উত্তর জনপদের মানুষের। ঢাকা শহরে চলাচল করা টাউন সার্ভিসের বাসগুলো মহাসড়কে, ফিটনেসবিহীন গাড়ি, সেতুতে টোল আদায় বন্ধ থাকাসহ বিভিন্ন কারণে যানজটের কবলে ছিল মহাসড়কটির ১৩ কিলোমিটারের সড়ক।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি আলাদা বুথ স্থাপন করা হয়েছিল। স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ২২টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে থাকে। তবে ঈদযাত্রায় সেটি কয়েকগুন বেড়ে যায়।