হাইমচরে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খোকন মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা শাহীন শাহ চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টারের স্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কবর জিয়ারত ও দ্বিতীয় দিন হাইমচরের আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী। হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুজিত রায় নন্দীকে ফুলেল শুভেচ্ছা জানান, পরে সুজিত রায় নন্দী সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং উপস্হিত সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানান।
উপস্থিত সকলের উদ্দেশে সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা সবসময় কাজ করে যাচ্ছে। আর বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত্তি তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামীদিনে স্বাধীনতার পক্ষের শক্তি আবারো ক্ষমতায় আসবে। তাহলে এ দেশের মানুষ ভালো থাকবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
১৮ জুন মঙ্গলবার সকালে চরভৈরবী ইউনিয়নে সোহেল হাওলাদারের আয়োজনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আওয়ামী লীগ নেতা খালেক আখন অসুস্থ তার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন সুজিত রায় নন্দী। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ রফিকুল ইসলাম রনি, চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার, বর্তমান ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য আতিকুর রহমান সুমন, সেলিম, দেলোয়ার হোসেন রতন, জেলা মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, বাবু জমদার, হাইমচর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহব্বায়ক জুলহাস প্রমুখ।