মানুষের মৃত্যু অবধারিত। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই মৃত্যুর কথা প্রথমে মনে পড়লেই আমাদের কবরের কথা মনে পড়ে যায়। অন্ধকার কবরের কথা মনে পড়তেই গা শিউরে ওঠে। মৃত্যুর পরে মানুষের ঠিকানা কবর।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর কবরস্থানের বাউন্ডারির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফুলপুর প্রবাসী ফোরামের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় এ কবরস্থানের বাউন্ডারি নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্থর করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া হাকিম রেজা, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সাবেক প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মোশাররফ হোসেন টিটু, সাবেক ইউপি সদস্য হাজী মো: লুৎফুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা মো: জসিম উদ্দিন মামুন, প্রবাসী ফোরামের নেতা হাজ¦ী মো: মাহমুদ রাজা, আবদুল মমিন রুবেল, রাকিব আহমেদ রফিজ, কাজী আজমান, মো: মারভেজ, আল আমিন, আশিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা সামছুদ্দিন আহমেদ। উল্লেখ্য এই বাউন্ডারি নির্মাণবাবদ যা খরচ হবে তা ফুলপুর প্রবাসী ফোরামের সদস্যরা বহন করবেন বলে প্রবাসী ফোরাম সূত্র জানায়।