দিনভর আড্ডা আর উৎসবমুখর পরিবেশে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ১৯৯৩-৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষকদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ জুন) দিনভর এই অনুষ্ঠানের আয়োজন করে ওই স্কুলের ১৯৯৩-৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা ৩০ বছর পর ঘুরে ঘুরে দেখেন প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানটিকে। দিনব্যাপী আয়োজনে ছিলো র্যালী, স্মৃতিচারণ, সংবর্ধনা, র্যাফেল ড্র.সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করে স্কুলের সাবেক শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন আলম। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আখেজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক সহকারি প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ সদর উদ্দিন, সাবেক সহকারী শিক্ষক মোঃ আফতাব হোসেন, প্রাক্তণ শিক্ষার্থী এশিয়া উন্নয়ন ব্যাংকের উপদেষ্টা প্রকৌশলী ওসমান গণি, শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ আবদুর রহিম, বেসরকারি সংস্থা পিসিডি’র নির্বাহী পরিচালক আলহাজ¦ মোঃ শফিকুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. সালাউদ্দিন সেলিম, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক নুরে আলম মেহেদী সনজু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আফসার আলী প্রমুখ। অনুষ্ঠানে সাবেক শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। শেষে ছিলো র্যাফেল ড্র ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৯৩ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থী মোঃ কামাল হোসেন ও ১৯৯৪ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থী মোঃ আবদুল কুদ্দুস। উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।