পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চাঁদের বাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদের বাজার থিয়েটার আয়োজিত ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। চাঁদের বাজার থিয়েটারের সভাপতি আল আমিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টার, চাঁদের বাজার থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ইউপি সদস্য আঃ হামিদ, আঃ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী আয়োজনে রয়েছে অভিনয়, নৃত্য, কৌতুক, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শনিবার শেষ হবে এই অনুষ্ঠানমালা।