বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “ধর্ম, বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার মঙ্গলবার সকালে স্থানীয় আধুনিক হাসপাতাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাইখুল হাদিস মুহসিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি খন্দকার মাওলানা আবদুল আজিজ, নিবার্হী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল মন্নান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা সামছুদ্দিন, সহ-সভাপতি শায়খুল হাদিস আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, হাফেজ হোসাইন আহমেদ, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিফ মূফতি মুখলেছুর রহমান, মাওলানা জানে আলম, মাওলানা আবদুল বারী, খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদর শাখার সহ-সভাপতি মাওলান আবদাল হোসাইন, সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বেশ কয়েকজন আলেম-উলেমা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।