গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় শুয়াগ্রাম ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স্র হলরুমে বসে ৩শত মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ৬৫জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ করেন।
ইউনিয়ন পরিষদের সদস্য মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে শুয়াগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিদাস রায়, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ, ইউপি সদস্য উজ্জ্বল বৈদ্য বিবেক বক্তব্য রাখেন।
শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ বলেন, ইউনিয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় শুয়াগ্রাম ইউনিয়নের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের ৩শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ এবং ৬৫জন কৃষকের মাঝে ৬৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। আশা করছি এসব স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণের মাধ্যমে ইউনিয়নের শিক্ষার্থী এবং কৃষকগণ উপকৃত হবেন।