ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়ে দীপায়ন, নবগঙ্গা, অরনী, বন্ধন, বিহঙ্গ, ঝংকার, দর্পন, প্রত্যাশা, অংকুর, স্বরলিপি, কসাস, মানবাধিকার নাট্য পরিষদ, বীরশ্রেষ্ট হামিদুর রহমান যুব সংঘ, অনিকেত যাত্রাপালা, বাংলাদেশ গণ শিল্পি, কেসি কলেজ থিয়োটর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এরসাষে একাত্বতা ঘোষনা করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপি চলা এ মানবন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ারদার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, জোটের নেতা প্রাক্তন অধ্যক্ষ শুশেন্দু কুমার ভৌমিক, উপাধ্যক্ষ আবদুস সালাম, অমিয় মজুমদার অপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মিন্টুকে নির্দোষ দাবি করে তার দ্রুত মুক্তির দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।