ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মুন্সি মোহাসানিয়া হাফেজিয়া ঈদগাহ উন্নায়নের জন্য চেক বিতরন করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক শিপলু জামান ঈদের নামাজ পড়তে আসা মুসল্লীদের উপস্থিতিতে চেক ঈদগাহ কমিটির কাছে হস্থান্তর করেন। বুধবার ঈদের মাঠে সাংবাদিক শিপলু জামানের দেওয়া চেক গ্রহন করেন শহরের শহীদ নূর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু।
বিশিষ্ট ব্যবসায়ী প্রায়ত সদর উদ্দিন বিশ্বাস মুন্সি মোহাসানিয়া হাফেজিয়া ঈদগা কমিটির সাধারন সম্পাদক ছিলেন আমৃত্যু। তিনি গত ঈদুল ফিতর নামাজের দিনও নিজ দায়িত্ব পালন করেছিলেন। এদিন দিবাগর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন তিনি।
এ ব্যপারে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান বলেন, আমার বাবা মুন্সি মোহাসানিয়া হাফেজিয়া ঈদগাহ মাঠটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন। তিনি আমৃত্যু স্বপদে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। বাবা চলে যাওয়ার পর যেন ঈদগাহ উন্নয়নের কাজ বাধাগ্রস্ত না হয় সেজন্য সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদগাহ কমিটিকে চেক প্রদান করা হয়েছে। অদুর ভবিষতেও এই ঈদগাহের জন্য সহযোগীতা অব্যহত থাকবে।