রাজশাহীর বাঘায় আম গাছ থেকে পড়ে রুস্তম আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। রুস্তম আলী চকছাতারি গ্রামের হাসমত আলীর ছেলে।
জানা গেছে, রুস্তম আলী বৃহস্পতিবার নিজ এলাকায় আম নামাতে গাছে উঠেন। গাছে উঠে আম নামাতে নামাতে পা ফসকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুস্তম আলীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার বড় ভাই আলতাফ হোসেন।