নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী।
সোমবার ভোর থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কবলে কলমাকান্দা সদর, বরখাপন, খারনৈ ও পোগলা ইউনিয়ন প্লাবিত হওয়ার খবর পেয়ে বোঝবার সকালে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে স্পীডবোড যুগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পরিস্থিতি ও পানিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠা নিয়ে জনগণের সুবিধা অসুবিধার কথা জানতে বন্যা পরিদর্শনে বের হয়ে যান নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ লুৎফুল হক, ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দরা।