মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাঁও হিলফুল ফুজুল সোসাল অর্গানাইজেশনের আয়োজনে কান্দিগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানকরা হয়েছে। (১২ জুন) বুধবার বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কান্দিগাঁও স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জিলাল উদ্দিন আহমেদ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদির ফৌজি, কান্দিগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধক্ষ আবদুল করিম ও রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। ওই অনুষ্ঠানে আবদুর রকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, কয়েছ আহমদ, আবদুল আউয়াল,
হিলফুল ফুজুল সোসাল অর্গানাইজেশনের উপদেষ্টা হাফিজুর রহমান লিটন ও সভাপতি সাদিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য রাসেল আহমেদ উত্তরভাগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আফসার আহমেদ ও কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঘুমাইয়া আক্তার মীম প্রমুখ। ওই অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন সানওয়ার আলম,গীতা থেকে পাঠ করেন, কৃঞ্চা দাস এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত লন্ডন প্রবাসী সাতির আহমেদ, কান্দিগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য দিলু মিয়া, আবদুর নুর,হুমাউন কবির, বিঞ্চু পদ দাস, আবদুল আলী মাস্টার, জিল্লুর হক, লিয়াকত আলী ও জহির তালুকদারসহ উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও অভিবাক ছাড়াও এলারকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।