মুন্সীগঞ্জের শ্রীনগরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় স্বামী পরিত্যক্তা জোৎসনা বেগম(৩৫) নামে একজন নারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন শ্রীনগরের ষোলঘর নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জোৎস্না বেগমের দুটি সন্তান রয়েছে।
এলাকাবাসী জানায়,শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রমের নোমান বেপারীর কন্যা জোৎসনা বিকেল সাড়ে ৪টায় কানে হেডফোন লাগিয়ে ষোলঘর নামক স্থানে মোবাইল ফোনে কথা বলছিলেন,এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়। জোৎস্না বেগম শ্রীনগর উপজেলার হোগলাগাও কমিওিনিটি সেন্টারের ৩য় তলায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।