দিনাজপুরের পার্বতীপুরে সুশিল সমাজ ও হামিদপুর ইউনিয়ন কর্তৃক ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৪ দেওয়া হয়েছে। খলিলপুর হাজী ছানাউল্লাহ উচ্চবিদ্যালয় হলরুমে গত (১৭ জুন) সোমবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন হাজী ছানাউল্লাহ্ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেরার আলী সরকার। ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মোঃ আমিনুল হক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের কাউনিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দীন মোল্লা, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপণ্ডপরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ নূর-এ-আলম সরকার, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর মোঃ নওশেরওয়ান ও পঞ্চগড়ের যুব প্রশিক্ষক কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
অতিথিরা পার্বতীপুরে দেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত, এসএসসি ও এইচএসসিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।