নাসিরনগর উপজেলার কৃতী সন্তান ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মরহুম মোঃ মাহফুজ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ব্রাহ্মণশাসন সমাজকল্যান যুব সংঘ ও পাঠাগারের উদ্যোগে নুরপুর সড়ক বাজার সংলগ্ন যুব সংঘ ও পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যুব সংঘ ও পাঠাগারের সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: নাজির মিয়া,নাসিরনগর সরকারি কলেজের প্রাক্তন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জামিল ফোরকান,হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল, মোহাম্মদ মারুফ আলী মাষ্টার,সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন,সাবেক উপজেলার আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক বশির আল হেলাল, গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ। সভায় মরহুমের জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদ মাষ্টার, জেলা কৃষকলীগ নেতা এম এ কাশেম, আমির উদ্দিন মাষ্টার,সমাজকল্যান যুব সংঘ ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ রতন,সাবেক সাধারণ সম্পাদক নোমান উদ্দিনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ সোহেল আহমেদ। এ সময় সংগঠনের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।