মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল এলাকায় দ্রুত গতির মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পার্শ্ববর্তি গোরস্থানের দেয়ালে ধাক্কা লেগে আরোহী ২ যুবকের করুণ মৃত্যু হয়েছে এ সময় অপর একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন,মুন্সীগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামের দ্বীন ইসলামে পুত্র মোকসেদ গাজী(২৭) ও একই এলাকায় মোহাম্মদ হান্নানের ছেলে নাসির ছৈয়াল(২৭)। আহত সহযাত্রী মনির মিয়ার ছেলে সোহাগ হোসেন(২৬)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান,রাতে মোটর সাইকেল আরোহী ৩ জন টঙ্গীবাড়ির হাসাইল বাজার থেকে বেপরোয়া গতিতে দীঘিরপাড় বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বেশনাল কবরস্থানের কাছে নিয়ন্ত্রন হারিয়ে দেয়ালে ধাক্কা লাগলে মোকসেদ গাজী(২৭) ঘটনাস্থলে মারা যান। মোটর সাইকেল বহরে থাকা অন্যান্য মোটর সাইকেল এর আরোহীরা নাসির সৈয়াল(২৭)কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত সোহাগকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় পাঠায়।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মোল্লা সোয়েব আলী জানান,বেপরোয়া গতির কারণে এ দূর্ঘটনা ঘটেছে। হতভাগ্য ২ জনের মৃত দেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। যথা সময়ে আত্মীয় পরিজনদেও কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয় চলছে।