ভোলার দৌলতখানে একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ ঘন জনবসতিপূর্ণ এলাকা ভবানীপুরের একটি বসত ঘর থেকে উদ্ধার করে মেরে ফেলেছে স্থানীয় লোকজন। উপজেলার ভবানীপুরের ১ নং ওয়ার্ডের জালু মাঝির বসত ঘরে বিষাক্ত একটি রাসেল ভাইপার সাপের দেখা মেলে। বাড়ির লোকজন জানায়, জালু মাঝির বসত ঘরের খাটের নিচে রাতে তিনটি বিড়াল মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় ঘরের লোকজন সন্দেহ জনক ঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এ সময় ঘরে থাকা একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ টের পেয়ে ঘর থেকে বের হতে চেষ্টা করে। বিষাক্ত সাপটি দেখে ঘরের লোকজন আত্ম চিৎকার দেয়। এমন ঘটনায় তাৎক্ষণিক বাড়ির লোকজন এসে সাপটিকে ঘিরে ফেলে মেরে ফেলতে সক্ষম হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে গোটা এলাকায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ আতঙ্ক ছড়িয়ে পরে। এলাকাবাসীর ধারনা ঘূর্ণিঝড় রিমেইলের পর মেঘনা নদীর জোয়ারের পানির ¯্রােতের তোরে সাপ বিভিন্ন জায়গা থেকে দৌলতখানে এসেছে। বুধবার ওই ইউনিয়ন ঘুরে জানা যায়, নদী উপকূলীয় এলাকা ভবানীপুরের ঘন জনবসতিপূর্ণ এলাকার মানুষ বিষাক্ত রাসেল ভাইপার সাপের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে।
এ ব্যাপারে জেলা বিভাগীয় বন কর্মকর্তা ডাক্তার মো. জহিরুল হক জানান, রাসেল ভাইপার সাপ লোকালয়ে তেমন আসে না। সাপটি বাচ্চা দেওয়ার কারণে হয়তো লোকালয়ে আসতে পারে। এ ব্যাপারে এলাকার লোকজনকে সতর্ক থাকতে হবে।