ঈদের তৃতীয় দিনে সৈয়দপুরে এফওএইচ স্কুলের পক্ষ থেকে ১২৯০ শিক্ষার্থী পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়। ১৯ জুন বুধবার দুপুরে শহরের গোলাহাট এফওএইচ স্কুল ক্যাম্পাসে ওই মাংস বিতরণী অনুষ্ঠানের আয়োজন ছিল। আমেরিকা ভিত্তিক স্বেচ্ছাসেবি সংস্থা ফেন্ট্রেস অব হিউম্যানেটি, (এফওএইচ) এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করে হিড নামে একটি সংস্থা। কুরবানির ওই মাংস বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফওএইচ স্কুলের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল। সংস্থা হিডের ভাইস প্রেসিডেন্ট এম এ বারি। এফওএইচ এর স্থানীয় প্রতিনিধি আবদুল লতিফ। সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি উর্দু কবি মাজিদ ইকবাল। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি আবদুল বারি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও কুরবানির মাংস বিতরণ করা হয়। এ বারে ২৫টি গরু ও ২৫টি ছাগল কুরবানি দেয়া হয়। কুরবানির ওই মাংস সংস্থা পরিচালিত শিক্ষার্থীদের পরিবারের মাঝে বিতরণ করা হয়।