গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলায় বাসের ধাক্কায় পাঁচজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাস চালক আলামিন শরীফ সবুজকে (৪২) গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
গত ১৭ জুন তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ১৬ জুন রাতে জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। আলামিন শরীফ সবুজ ওই উপজেলার কালুপাড়া গ্রামের আবুল বাশার শরীফের ছেলে। সবুজ গ্লোবাল পরিবহনের বাসের চালক।
সূত্রমতে, গত ২০ মার্চ মোকসুদপুর উপজেলার ডোমরাকান্দি এলাকায় একটি মাইক্রোবাস ও গ্লোবাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচজন নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আলমগীর হোসেনের ভাগ্নে ইউসুফ মোল্লা বাদী হয়ে মোকসেদপুর থানায় মামলা দায়ের করেন।