নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এ- কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে গাছের চারা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজার প্রাঙ্গণে বিভিন্ন জাতের ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মহিউদ্দিন চৌধুরী শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এ- কলেজের গভার্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো: লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক মাহববুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো: আলীরাজ, প্রাছাসের যুগ্ম-সম্পাদক মিসির উদ্দিন মাষ্টারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক, ডা: গৌতম সৌম, সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এ- কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো: মহিউদ্দিন চৌধুরী শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের আর্থিক সহযোগিতায় এসব গাছের চারা বিতরণ করা হয়।