ফের অসম বন্যায় তলিয়ে যাবে? চারদিকে নদ-নদী খাল-বিল ফুঁসে উঠছে। কলমাকান্দা উপজেলা খুব শঙ্কায়। টানা ব্যাপক বৃষ্টিপাত। অতি ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা ঢলের পানি বিপৎসীমার ওপরে। আতঙ্কিত নিন্মঞ্চলের সাধারণ মানুষ ও গবাদি-পশুপাখীরা। জেলার কলমাকান্দা উপজেলায় অতি বর্ষণ, পাহাড়ি ঢল ও সিলেটের পানি তিনে মিলে সড়ক রাস্তাঘাট মৎস পুকুর বীজতলা ডুবে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। বসতবাড়িতেও পানি ঢুকে যাবে যদি আর একটু পরিমাণ বাড়ে। ঈদের আনন্দ নেই মানুষের মনে, স্থায়ী বন্যার আশংকায়। তাহলে এবারও কি অবর্ণনীয় দূর্যোগ দুর্ভোগে পড়বে এই নিম্নাঞ্চলের মানুষেরা! প্লাবিত হবে কি শহর বন্দর গ্রামঞ্চল? উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, এই দূর্যোগ দূর্ভোগ শুরু এবং গ্রামঞ্চল প্লাবিত হওয়ার আগেই যেনো জেলা উপজেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন।