প্রতি বছরের ন্যায় এবারও ১৮ জুন মঙ্গলবার সকালে গাবতলী জাতীয়তাবাদী দলের কার্যালয়ে জিয়া পরিবারের নামে, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী থানা বিএনপির সদস্য, পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলামের উদ্যেগে একটি বিশাল ষাঁড় গরু কোরবানি করা হয়। পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়নের এতিমখানা, বিএনপির মৃত গরীব নেতাকর্মী ও সাধারণ গরীব অসহায় মানুষের মাঝে এর মাংস বন্টন করে দেয়া হয়।
এসময় জেলা বিএনপির গ্রামসরকার বিষয়ক সম্পাদক, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুর পিন্টু, গাবতলী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সহসভাপতি ইস্কান্দার আলী ময়না, আবু হাসনাত শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল কনক, পৌর জিয়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ হামিদুল হক শিলু, বিএনপিনেতা, শ্যামল তরফদার, মোশাররফ হোসেন, আল ইমরান বাবু, আনিছার রহমান, ইউসুফ আলী শাকিল, আবদুল গোফফার, নজরুল ইসলাম, আবদুল মান্নান, টিপলু, যুবদলনেতা, তাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, নিফুল, ছনি, সাব্বির, মামুন, বাবু, বিপ্লব, পলাশ, টিটু, রফিকুল, আপন, ছাত্রদলনেতা আবদুল গনি, আবদুল ওহাব, আবদুল মোমিন, রাহি, জনি, মেহেদী, সোহাগ, অভি, রকি, রিদয়, ইমরান, শ্রমিকলের সহসভাপতি, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনিছার রহমান, শহিদুল, মহিলাদলনেএী ববিতা, খুশি, সালমা প্রমুখ উপস্থিত ছিলেন।