বরগুনার সরকারি বামনা সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ জুন) পবিত্র ঈদুল ফিতর এর দ্বিতীয় দিন বিদ্যালয় মাঠে সকাল ৯টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের মিলনের শুভ সূচনা হয়।
সবচেয়ে প্রবীন শিক্ষার্থীদের পরিচিতি ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্টানের উদ্বোধন ঘোষনা করা হয়। এ সময় প্রবীন শিক্ষার্থী হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি ও বর্তমান মেট্রোরেল এর কনসালটেন্ড প্রকৌশলী আ. শহীদ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাপাতালের নিউরো সার্জন ডা. মো. আ. হাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক সরওয়ার ই আলম গাজী, সরকারী সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও প্রাক্তণ ছাত্র মোশাররফ হোসেন জমাদ্দার, ইউসুফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জীনিয়ার আবুল কালাম আজাদ রানাসহ বিভিন্ন ব্যাচের সাবেক প্রবীন শিক্ষার্থীবৃন্দ। এ সময় প্রবীন শিক্ষার্থীরা তাদের লেখাপড়া ও কর্মময় জীবনের সফলতা সকলের সামনে তুলে ধারেন।
জানাগেছে, ১৯৪৪ সালে বামনা সদরে মাধ্যমিক শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠা করা হয় সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এখানে অধ্যয়ন করা শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলো ছড়াচ্ছে দেশে ও বিদেশে। ওই সকল প্রবীন শিক্ষার্থীদের একত্র করতে ও তাদের বনার্ঢ্য জীবন নবীনদের মাঝে তুলে ধরতে বিদ্যালয় প্রতিষ্ঠার দ্বীর্ঘ ৮০ বছর পরে এই মিলন মেলার আয়োজন করে উদ্যোক্তারা।
দিন ব্যাপী মিলন মেলায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা সকলের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। পরে মধ্যাহৃভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।
মিলন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ওই বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন জানান, প্রথমবারের মতোন এই মিলন মেলার আয়োজন করেছি যাতে বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী ও পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। আশাকরছি প্রতিবছর এই মিলন মেলার আয়োজন করলে সকলে মিলিত হয়ে বছরের একটি দিন একসঙ্গে কাটাতে পারবো।