নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি ফলাফলের দিক দিয়ে শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান করে নেয়। এ বছরও এ প্রতিষ্ঠানটি স্কুল পর্যায়ে নীলফামারী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
প্রতি বছর এস এস সি ও এইচএসসি পরীক্ষা এলেই এ প্রতিষ্ঠানটিকে নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যে রটনা ছড়ায়। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি।
এবার ওই কুচক্রী মহলটি কোচিং এর নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনেছে। অথচ শিক্ষার্থী ও সচেতন অভিভাবকের অনুরোধে পরীক্ষার আগে বিশেষ ক্লাস নেয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ বিশেষ ক্লাসের কারণে ফলাফল অনেকটা ভাল হয়ে থাকে। তাছাড়া ভাল কোন প্রতিষ্ঠান এ বিশেষ ক্লাস করেই থাকে। এতে দোষের কি। এ বিশেষ ক্লাস যিনি নেবেন তাকে তো একটা পারিশ্রমিক দেয়া প্রয়োজন। আর ভাল ভাল প্রতিষ্ঠানগুলো ফলাফল ধরে রাখতে এ কাজটি করে থাকে।
কতিপয় অভিভাবক আছেন যিনি কখনো চান না তার সন্তান ভাল ফলাফল করুক। আর ওই সকল কতিপয় অভিভাবক ভাল শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যঘাত ঘটাতে কৌসলে তাদের পিতা মাতার কাছ থেকে একটি কাগজে সহি স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ সামনে এসেছে পরীক্ষা।
এক অভিভাবক জানান, তার সন্তান যাতে ভাল ফলাফল করতে পারে সেজন্য তিনি সব সময় নজর রাখেন। কোন শিক্ষক কোন বিষয়ে দক্ষ তার পরামর্শ নেন। প্রয়োজনে তিনি সন্তানকে ওই শিক্ষকের কাছে পাঠান। তিনি বলেন একটি মহল লায়ন্স স্কুল এন্ড কলেজ এর সুনাম ক্ষুন্ন করতে মাঠে নেমেছে। তবে তাদের সে আশা পুরণ হবে না। তিনি বলেন দিন শেষে ষড়যন্ত্রকারীর মুখে ছাই পড়বে।
এ ব্যাপারে লায়ন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে কথা হলে তারা জানান, ফরম পুরনের পর আর সচরাচর প্রতিষ্ঠানে ক্লাস হয় না। এ সময় অনেক শিক্ষার্থী অলস হয়ে পড়ে। তারা অল্প সময়টুকু বাসায় পড়তে চায় না। তাই তাদের আগ্রহের কারণে বিশেষ ক্লাসের ব্যবস্থা নেয়া হয়ে থাকে। ভাল ফলাফলের লক্ষ্যে এমন নজির সৈয়দপুর শহরের প্রায় সকল মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। তাই এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় তিন মাস আগে লিখিত আবেদন করলে কর্তৃপক্ষ ওই বিশেষ ক্লাসের ব্যবস্থা করে। তিন মাস ধরে চলমান ওই বিশেষ ক্লাস প্রায় শেষের দিকে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং সরজমিনে শিক্ষার্থীর কাছ থেকে জানা যায়, জোড় করে কাউকে বিশেষ ক্লাসে অংশগ্রহণ করানো হয়নি।
এক শিক্ষার্থী জানান,তার বাসায় কতিপয় অভিভাবক এসে কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্ঠা করে কিন্তু সে ও তার বাবা কেহ স্বাক্ষর দেয়নি।
আরেকজন অভিভাবক জানান, সামনে ৩০ জুন পরীক্ষা। এ সময় সন্তানদের লেখাপড়ার খবর না নিয়ে তাদের মনোবল ভেঙ্গে দিতে গুটি কয়েক কুচক্রী অভিভাবক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সাথে একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছে। যা সচেতন মহল মনে করে এটি একটি নিন্দনীয় জঘণ্য কাজ। তিনি এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহবান জানান।