পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনার উপকূলীয় কয়রার দক্ষিণ বেদকাশীতে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’। রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, কিশমিশ ও বাদাম। ঈদ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, সদস্য শাহ আলমগীর মিলন, বিল্লাল হোসেন, আকবর আলী, প্রশান্ত মন্ডল, তাজমুন হোসেন, সঞ্জয় মন্ডল, ইকবাল খান, মোঃ আবু রায়হান খান, শরিফুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।